মাটির পরে ছোট্ট চারা রৌদ্র বৃষ্টি চায়
সেই পরশে রাত্রি দিনে আকাশ পানে ধায় ।
শাখে শাখে হাসবে প্রসূন শেকড় যাবে দূর
হবে সে যে শত প্রানের বেঁচে থাকার সুর ।
তার বেদনা কেউ বোঝে না বোঝে আপন মন
বৃক্ষ একা দাঁড়িয়ে ঠাঁয় শত প্রানের ধন ।


-(05/12/2006)