আকাশ আমায় বলছে ডেকে বৃষ্টি কেন চোখে
ভরদুপুরে পাকুড় ছায়ে কাঁদিস রে কোন শোকে ?
বলি আমি ওরে আকাশ নাই রে দুঃখ কিছু
মাত্র গোটা কয়েক স্মৃতি ছাড়ে না রে পিছু ।
আকাশ বলে কিসের স্মৃতি কি হারানোর ব্যথা ?
আমায় আজি শুনিয়ে যা বিষণ্ণতার গাথা ।
তখন আমি হেসে বলি ও নীলিমা রানী
তুই আগে বল কিসের তরে ঝরাস অশ্রু পানি ?
আকাশ বলে কাঁদতে হবে নইলে উষর ধরা
কাঁদবে লক্ষ কোটি নয়ন বাড়বে দুঃখ জরা ।
তখন বলি ওরে আকাশ আমার বক্ষ পরে
এক পৃথিবী জেগে আছে ছোট্ট এই অন্তরে ।
লক্ষ কোটি স্বপ্ন খেলে দুখের ছোঁয়া পেলে
সৃজন আমার উড়ান যে দেয় কাব্য ডানা মেলে ।
চোখের জলের সাথে ঝরে আমার কাব্য মালা
অশ্রু দিয়ে সিক্ত যে তাই রাখি বেদন জ্বালা ।
অবশেষে আকাশ বলে তোর সৃজনের মাঝে
একটু আমায় রাখিস ওরে রাত্রি দুপুর সাঁঝে ।
চেয়ে দেখি কাঁদছে আকাশ তারকা নাই বুকে
পাকুড় ছায়ে একলা আমি অশ্রু নিয়ে চোখে ।