নীলিমার খোলা মনে নীল বালুচর
উদার মননে খেলে অধীর প্রহর ।
সাদা ফুলে মেঘমালা গাঁথিছে গগন
ইতিকার বেলা ঝরে দু'চোখে কাঁদন ।
গোধূলির হাসি ফোটে নীলিমার গায়
বিষন্ন নুপূর বাজে ধূসর দু'পায় ।
প্রদোষের ক্ষনে ফেরে বিহগের দল
নীলিমা ছড়িয়ে দিল সাঁজের আঁচল ।
উঠিল প্রদীপ জ্বলে উঠে শঙ্খ সুর
জোনাকির লুকোচুরি ঝিঁঝিঁ'র নুপূর ।
রাত্রি ধীরে হানা দেয় নিশীথ গভীর
তরনী আসিয়া ভিড়ে তটিনীর তীর ।
হাসিল প্রভাত রানী নীলিমার গান
তন্দ্রিল প্রশান্তি জুড়ে ক্লান্ত অভিমান ।