তোমার কথা পড়ছে মনে
রুক্ষ শীতের দ্বিপ্রহরে
আলোর ভুবন ঢেকে গেলে
চাঁদহীনা ঘোর অন্ধকারে ।
সহস্রবার আঘাত করো
জানব আমার ভাগ্যে লেখা
তোমার সুখের তরে জীবন
করব মৃত বৃক্ষ শাখা ।
শুষ্ক শীতের উত্তুরে গান
ভরবে যখন তোমার হৃদয়
অনুভবে থাকব তোমার
জাগবে স্মৃতি সেই পরিচয় ।
এমনই এক শীতের দিনে
আগমনী নুপূর পায়ে
এসে তুমি নক্সীকাঁথা
দিয়েছিলে রিক্ত গায়ে ।
দিনের শেষে আমার তরে
ভরতে হৃদয় অপেক্ষাতে
ছুট্টে এসে বক্ষে ধরে
রাখতে দু'হাত আমার হাতে ।
সাঁজের বেলা ক্লান্ত পাখি
ফিরত যখন আপন নীড়ে
তখনও যে লুকোচুরি
খেলতে আমার বক্ষ জুড়ে ।
রাত্রি হলে বার্তা তোমার
উপহারে উষ্ণ চুমু
গাইতে তুমি ঘুমপাড়ানী-
সোনার চোখে আয় রে ঘুমু ।
প্রভাত হলে ঘুম ভাঙাতে-
শুনছ তুমি অনেক বেলা..
আজকে আমায় কেউ ডাকে না
তন্দ্রা জুড়ে রই একেলা ।
ঘুমভাঙানী ভোরের পাখি
বন্দি তুমি কার খাঁচাতে
কার ঘরেতে আজকে তুমি
জ্বালাও প্রদীপ সন্ধ্যারাতে ?
অনেক দূরে গেছ চলে
প্রেম তটিনীর ঘাট পেরিয়ে
ও পাষানী রিক্ত আমার
জীবনখানি যাও এড়িয়ে !
কষ্ট দিয়ে সুখে থাকা
এটারই নাম হয় যদি সুখ
তবে আমি দুখের লাগি
রাখব পেতে শূন্য এ বুক ।