বিহায়সে বিহঙ্গম প্রসারিত ডানা
সবুজ সতেজ তার প্রাণ ষোলআনা ।
যখন সাঁজের ধোঁয়া পক্ষপুট হতে
ঝরে ক্ষণে ক্ষণে তার সন্মুখের পথে,
তখন নিশির মায়া করে অট্টহাসি
মৃত্যু বলে তোরে আমি বড়ো ভালোবাসি ।


রচনা : ২৮/০৯/২০০৮