নীলাকাশে হেঁটে যায় সাদাকালো মেঘ
ঠিক যেন হৃদ মাঝে পিপাসু আবেগ ।
যখন দু'ডানা মেলে উড়ে শঙ্খচিল
মনে হয় অধরা সে স্বপন সুনীল ।
হেমন্ত ইতিকা বেলা শিশিরের গান
দু নয়নে অশ্রু যেন, চাপা অভিমান ।
পুবাকাশে শশীরানী এলে সন্ধ্যা সুর
এলো যেন প্রিয়তমা বাজিয়ে নুপূর ।
যখন রাতের তারা মিটিমিটি চায়
অতৃপ্ত কামনা যেন অন্তরের গায় ।
নিশির শেষে শীতল উত্তুরে বাতাস
এ হৃদয় পেল যেন ঘোর পরিহাস ।
প্রকৃতির মাঝে ফোটে প্রতিচ্ছবি সব
দর্শন করি বা কিছু করি অনুভব ।