নিশিবক্ষে যদি এলোমেলো জলধারা
নদী হয়ে বয়ে যায় ভাসিয়ে 'অন্তরা',
তাহলে প্রভাত গানে একা রয় 'স্থায়ী'
'সঞ্চারী' বলবে কেঁদে নই আমি দায়ী ।
অপূর্ণ গানের মাঝে পূর্ণতার লাগি
নদীবক্ষে সিক্ত হব রাত্রি ভর জাগি ।
সহস্র নিশির অনু পরমাণু ধরে
হৃদের গন্তব্য হবে 'অন্তরা'র ঘরে ।
আর এক নদী যাবে চক্ষু ফেটে বয়ে
তবুও আঁধারে মন হাঁটবে নির্ভয়ে ।
নিশি পরে প্রবাহিনী ধারা হলে পার
'অন্তরা'র মুক্তি হবে ছেড়ে অন্ধকার ।
পূর্ণ হয়ে জেগে রবে প্রভাতের গান,
নিশি লাগি আলোকের প্রাপ্ত হবে প্রাণ ।