ছোট্ট একটি বাগিচাতে শুভ্র গোলাপ চারা
একলা জীবন ছিল যে তার অর্ধচন্দ্র পারা ।
একদা এক ছোট্ট পাখি পড়ল তারই প্রেমে
মনের কথা বলল খুলে আলতো থেমে থেমে ।
শুভ্র গোলাপ বলল প্রিয় থেকো আমার পাশে
এই কথাটি শুনে পাখি চোখের জলে ভাসে ।
পাখি বলে থাকব পাশে তোমার সুখে দুখে
প্রেমের আলো ছড়াবো গো শুভ্র পাপড়ী বুকে ।
গোলাপ শাখে বসে পাখি মিষ্টি মধুর সুরে
সারাবেলা শোনাতো গান শুভ্র গোলাপটারে ।
এমনি করেই প্রেমের সুরে কাটত দিবা রাতি
হঠাৎই এক বিপর্যয়ে নিভলো প্রেমের বাতি !
ফুটলো একটি রক্ত গোলাপ সুখের বাগিচাতে
তাই দেখে যে শুভ্র গোলাপ স্বপ্ন বুকে গাঁথে ।
ডেকে বলে ওগো পাখি লাল হতে চাই আমি
কেমন করে রাঙব প্রিয় দাও গো বলে তুমি ।
পাখি তখন বক্ষ চিরে রক্ত দিলো ঢেকে
নিথর দেহ রইল পড়ে ধূলো মাটির কোলে ।
প্রেমের তরে ছোট্ট পাখি গেল পরলোকে
গোলাপটিও পড়ল ঝরে সখার মৃত্যু শোকে ।