ভুল করেছি জীবন পথে তোমায় ভালোবেসে
ধ্বংস আমায় করেছ আজ হৃদ গভীরে মিশে ।
ভুল করেছি তোমার হাতে হাত দু'খানি রেখে
আবেগ নিয়ে হেঁটেছে মন রঙীন স্বপ্ন মেখে ।
ভুল করেছি রাত দুপুরে তোমার দেহ ভোগে
নীল ওড়নার শান্তি ছায়ে জীবন ছিল জেগে ।
ভুল করেছি তোমার বুকে অশ্রুধারা ঢেলে
পাষান বুকে গেছ তুমি অনেক দূরে চলে ।
ভুল করেছি শেষ বিকেলে প্রতিশ্রুতি ধরে -
থাকব আমি তোমার আশায় যাও গো যদি ছেড়ে ।
বারে বারে হয় গো মনে সত্যি কি ভুল ছিলো ?
ভালোবাসা এমন কি ভুল স্বপ্ন হয়ে গেলো ?
বিবেক বলে-নয় এটা ভুল জীবন পথের বাঁকে
ভুল ছিলো তোর ভালোবাসা ভুল মানবীটাকে ।
ভুলে ভরা দিনগুলি আজ থাকত যদি মনে
নতুন কোনো ভুলের জন্ম হত না জীবনে ।