বলাকা সডানে থাকে আলতো আঁধার
ঝরিয়ে প্রদোষক্ষণে যায় চারিধার ।
নীলাভ মলাটে মোড়া সুনীল আকাশ
সাঁজালের কাছে পায় ঘোর পরিহাস ।
সন্ধ্যারও তারা আসে, আসে অর্ধশশী
পথের বাঁকেতে বাজে আঁধারের বাঁশী ।
সন্ধ্যার সীমানা পরে অন্ধকার ঘোর
ধীরে ধীরে মৃত্যু যেন খুলে দেয় দোর ।