আদিম সমুদ্র -
কত শৈলশিরা তরঙ্গহীন অতলান্তে জড়িয়ে
নিঃসঙ্গ নিশ্চুপ !
জোয়ার ভাটার তোলপাড়হীন জীবন্ত লাশ যেন...
আজ সে অনেক গভীর
মাপতে পারিনি তার গভীরতা ;
কোনো মাপকাঠি নেই আমার কাছে ।
দুটো কোমল শৈলশিরা মাঝে মুখ গুঁজে
একটু শান্তি চেয়েছিলাম সমতল ভূমির পরে
পেয়েছিলাম কিছু ।
অভ্যন্তরের কোমল শিলা কঠিন হয়
পাষান হয় সময়ের হাত ধরে,
নিভৃতের থই থই জল ঘুমিয়ে যায়
বৃহৎ হিমবারের তরে
সৃষ্টি হয় সেই সমুদ্র -
এখন আমার হৃদয়ের নিভৃতে ।
কোমল শৈলশিরা আজ নেই
হারিয়ে গেছে, নিয়ে গেছে মাপকাঠি...
আজ নিস্তরঙ্গ সমুদ্র - জ্বলন্ত কাব্য ।