কালো মেঘ বলে ওঠে বরষা নামুক
ভরেছে আমার আজ এ সমুদ্র বুক ।
পাকা ধান বলে ওরে ও ধৈর্যটা ধর
গোলাতে উঠিলে দিস বরষার ঝড় ।
মেঘ বলে হায় ধান! মই হব তোর
ক্ষেত জুড়ে থাক পড়ে খুলবে না দোর ।
ধান বলে তোর বড়ো নিঠুর মনন
আঁধারে ভাসাবি তুই হাজার জীবন ?
মেঘ বলে গোলা মাঝে আগে তুই চল
তারপরে নামাব রে বরষার ঢল ।
পাকা ধান বলে মেঘ ভাই তুই মোর
শ্রাবনে ঝরিস ওরে সারাটি প্রহর ।
কালো মেঘ চলে যায় হাসে পাকা ধান
ভেসে আসে সমীরনে কীর্তন-আজান ।