ভোরের নদীর মতো আমার হৃদয়
লহরীর খেলা নেই শুধু পরাজয় ।
খেয়াঘাট খেয়াহীন খেয়া বহুদূর
খেয়া বাঁধা ছেঁড়া দড়ি পায়ের নুপূর-
পড়ে আছে স্মৃতিগুলো-ভাঙা পাটাতন
গোধূলি ঢেকেছে যেন বিদায় লগন !
প্লাবিত হয় না আজ নদীর দু'কূল
ভাসে না কো নদীজলে কদমের ফুল ।
হারিয়েছে বহুদূরে মোহনার গান
নদী আজ বড়ো একা বেদনায় ম্লান ।
নিরব প্রবাহ তার ধূ ধূ বালুচর
ধীরে বয়ে চলে নদী চাইছে সাগর ।
নদী বলে খেয়া তুমি গেছ পরবাস
সুখে থেকো আজীবন শেষ অভিলাষ ।