বাবা তুমি আছো কেমন শত প্রণাম নিও
মাকে আমার হৃদয় ভরা ভালোবাসা দিও ।
অনেক বেলা হলো বাবা চষেছি এক জমি
বপেছি বীজ ভর দুপুরে গড়ব বনভূমি ।
মানা তুমি করো না আজ অনেক বড়ো হবো
দীন দরিদ্র গরীব দুখীর স্বার্থেতে গান গাবো ।
বনভূমির ছায়ে তাদের রাখব আপন করে
মুক্তো ঝিনুক আনতে যাবো দুর সাগরের তীরে ।
বাবা তুমি মাকে বলো বহুত ভালো আছি
দুষ্টুমি মা করি না আর অনেক বদলে গেছি ।
আমায় ভেবে দু'চোখ থেকে আর ফেলো না পানি
জানি বাবা মা যে আমার বড়োই অভিমানী ।
রাত্রি জেগে মা যেন ওই চরকা না আর কাটে
তুমিও না বসবে তাঁতে সূর্যি গেলে পাটে ।
নিজের প্রতি যত্ন নিও কষ্ট পেও নাকো
মায়ের দিকে খেয়াল রেখো অনেক ভালো থেকো ।
কষ্টে যারা কাটায় দিবা কাটায় নিশি রাতি
তাদের তরে লড়াই বাবা তারাই যে মোর সাথী ।
কষ্টে মানুষ করেছ গো কষ্ট কি যে বুঝি
তাই তো আমি তাদের তরে সুখের আলো খুঁজি ।
কিছু না থাক আছে বাবা কলমখানি হাতে
এটা দিয়েই করব লড়াই সকাল সন্ধ্যে রাতে ।
বাবা তুমি ভালো থেকো মা'কেও রেখো ভালো
দুজনাতে নিও আমার শ্রদ্ধা প্রেমের আলো ।
শেষ বিকেলে দেখবে চেয়ে একটা শঙ্খচিল
ওটাই বাবা আমি তোমার স্নেহের ছেলে নীল ।