প্রান্তরের সব ধান উঠে গেছে ঘরে
ঝাড়া হয়ে গেছে সব উঠোনের পরে ।
পৌষের মাদল বাজে মৃদু সমীরনে
নবান্নের গাঙচিল উদার গগনে ।
হলুদ গাঁদার মেলা বাগিচার বুকে
পত্রহীন কত তরু ভাষা নেই মুখে ।
কত বালিকার দল এক সুর তানে
সন্ধ্যারও বেলাখানি ভরে টুসু গানে ।
সাঁজের প্রদীপ জ্বলে আলোলিকা ধ্বনি
চুপিচুপি আসে চাঁদ নয়নের মণি ।
হেঁটে যায় একাকি সে রুপোশাড়ী গায়
আমিও একাকি জীব খোলা জানালায় ।
নিঃসঙ্গ হৃদয় বলে চাঁদটারে ছুঁই
চেয়ে দেখি কাঁদে একা খড়ের পালুই ।