প্রায় একটি বছর আগে
আমি হারিয়ে গেছি হেমন্তের মেলায়,
ঝরেছিল টুপটাপ শিশিরের জল
              আজও ঝরে.....
গেয়েছিল একটা অচেনা সুর
এক অচেনা হৈমন্তী পাখি
সে আজ বড্ডো চেনা
   আজও গায় সে সপ্তকের সংলাপে
অনেক গভীরে হৃদয়ের নিভৃতে ।


প্রায় একটি বছর আগে
আমি হারিয়ে গেছি হেমন্তের মেলায়
     ফিরে আসতে পারিনি আর !
আজ অনেক পাহাড় ধসে গেছে
                 শিশিরের জলে  
গলে গেছে অনেক বরফ এই বুকে
        হয়ে গেছে বেজন্মা নদী ।
গভীর রাতে হঠাৎই গেয়ে যায় হৈমন্তী
নেমে আসে ভয়ংকর ঘূর্ণবাত
সুরের মূর্ছনায় আমি
       ক্ষত বিক্ষত বৃষ্টিস্নাত বৃক্ষ
আর হৈমন্তী
কারও গৃহলোকে-খাঁচায় বন্দী
                তবুও এই অন্তর্লোকে ।


মনে পড়ে
প্রায় একটি বছর আগে
আমি হারিয়ে গেছি এক হেমন্তের মেলায় ।