সেদিন বলে গেলে -
আর সম্ভব নয়, ফিরে যাও তুমি
হয়তো অনেকটা পথ.....
-তারপর থেমে গেলে
ধীর পায়ে চলে গেলে, ভুলের সিঁড়ি বেয়ে
অবার্চীন আলোকের সন্ধানে ।


না আর নয়,
ইচ্ছে করে থেমে যাই আজীবনের তরে
কি করে যাই ফিরে, একাকি নিরবে ?
তাই হোক - দেখি একাকি হাঁটার স্বাদ ।


আজ বুঝেছি -
প্রয়োজন ছাড়া সম্পর্ক হয় না
সম্পর্ক ছাড়াও পরিপূর্ণতা পায় না প্রয়োজন ।
যাক,
স্বার্থের পৃথিবী পূর্ণ করে ফিরে গেলে
একটা পৃথিবীকে নিঃস্ব করে !


রবির কিরণ ছাড়া জাগে না
অস্তিত্বের সবুজ পাতা,
হয় না সালোকসংশ্লেষ ;
তাহলে আমিই কি অস্তিত্বের সবুজ পাতা ?
তুমি কি চাঁদের জোছনা হয়ে গেলে ?