এক পৃথিবীর জীর্ণ বুকে হলুদ পাতা ঝরে
রাত্রি এসে দেয় পাহারা নিঃস্ব খেলাঘরে ।
সেই পৃথিবী সর্বহারা এক ছলনার ফাঁদে
এক ললনার মিথ্যে প্রেমে অষ্টপ্রহর কাঁদে ।
চাঁদহীনা রাত ঢেকেছে আজ কক্ষপথের ছায়া
জড়িয়ে রয় সর্বনিশি নষ্ট প্রেমের মায়া ।
হৃদয় বনে ফোটে না ফুল পথ ভুলেছে অলি
রিক্ত হৃদয় চাইছে যে তার বদ্ধ দুয়ার খুলি ।
দ্বার খোলে না মন ভোলে না শূন্য হৃদয় কোলে
তরঙ্গ সব আছড়ে পড়ে সিন্ধু স্মৃতির জলে ।
সান্ত্বনা দেয় মনকে নিজ বেসেছি তো ভালো
সেই ললনা নাই বা দিলো অন্ধকারে আলো ।
আমিই যাই ভালোবেসে আঁধার ঘরে একা
থাক না কিছু দুঃখ জ্বালা স্বপ্ন রঙে মাখা ।
ও প্রেয়সী থাকিস ভালো সুখের প্রদীপ হাতে
হাঁটা যে আর হলো নারে এক পথে তোর সাথে ।
আমার কথা পড়লে মনে দেখিস সন্ধ্যাতারা
দেখবি একা জ্বলছি আমি নিরব সঙ্গীহারা ।
আজ পৃথিবী সত্যি একা আকাশ সিন্ধু তীরে
স্মৃতির পাখি জাপটে রাখে শূন্য বুকের নীড়ে ।