আজ আমার কিছু নেই বলার মতো
তবুও বলি-কাজু কাঁঠালের বনে
অসহায় স্মৃতিদের সান্ত্বনা দিয়ে এসো একটিবার ।
আজ আমার কিছু নেই চাওয়ার মতো
তবুও চাই-চৈতি প্রসূনের
আর একটি মালিকা দাও গেঁথে,
করব কন্ঠহার ।

তুমি জানো তো-ঝরে গেছে অনিত্য পাপড়ীগুলো ?
ছিঁড়ে গেছে মালিকার বন্ধন ?
সব জেনেও তুমি করেছ অনশন :
কাঁদুক স্মৃতি, ছিঁড়ুক মালা
ফিরবে না তুমি !

অস্তিত্বের মৌনমুখর নির্ঘুম রজনি :
নিঃসঙ্গ আমি, বড়ো অসহায় !
আর এক রাত্রি হেঁটে যায়
মৌনতা ভাঙা স্মৃতিদের আর্তনাদ নিয়ে
হৃদয়ের তপ্ত সাহারায়,
সেই প্রশান্তি ঘেরা ছায়াতলে ।

তুমি জানো তো-তুমিই নিয়ে গেছ
তোমার আঁচলে বেঁধে
আমার সাধের পৃথিবী ?
আমার আর কিচ্ছু বলার নেই
কিচ্ছু চাওয়ার নেই
শুধু একটা মালিকা দিও চৈতি ফুলের,
দিও স্মৃতিদের সান্ত্বনা,  
বিশ্বাস করো আর আমার কিচ্ছু বলার নেই ।