মেঘেদের আলনায় গুছিয়ে রেখেছে নীল চাদর
                    মেঘপরীদের দল,
বিছিয়ে দিয়েছে সাঁজের আঁচল ;
বলাকারা ফিরে গেছে আপন আবাসে
সেই পথে
    যে পথে শুধু মুক্তি ফুলের ঘ্রাণ ।


পল্লির সিঁথি চেরা পথে ফিরছি আমিও:
মুক্তিহীন ঘ্রাণহীন পথ,
হেঁটে যাই সন্ধ্যার সৌন্দর্য্যের লাবন্যে স্নাত হয়ে ।
আমি বলাকা নই
         নেই অস্তিত্বের দুটি ডানা
তাই অনুভূতির সাম্রাজ্যের সম্রাট হয়ে
অধিষ্ঠিত হই মুক্তোর মুক্তি আসনে ।


ধূলি পথে পড়ে না তার ঘ্রাণ
তবুও হেঁটে যাই,
         অগোচরে উড়ে যাই :
দৃষ্টিগোচর হয় না কারো শুধু আমি ছাড়া ;
আমি তো বলাকা নই......................