সেগুনের বড়ো পাতাটির তলে
ক্লান্ত ঘুঘুর মতো ক্লান্ত আর্তনাদে
বড়োই ক্লান্ত হৃদ নিভৃতের নিশ্চিদ্র স্বপ্নগুলো ;
আঁচল ভরা ঘুম চায় : মুক্তি চায় ।


আলোছায়া শীতল আবাসের কলগায় রাখা
মালিকার সাদা কালো ফুলের পাপড়ী ঝরে যায়
পড়ে থাকে নগ্ন সুতো ;
পাপড়ী গুলো গুনে যাই............


গর্ভবতী নারীর জঠরের মতো হৃদয়টা ফুলে ওঠে
অগোচরে জেগে থাকে প্রসবের আর্তনাদ
শুভ্র পত্রে প্রজনন হয় ;
তারপর কম্পিত কন্ঠে বলে উঠি :
যা তোদের মুক্তি দিলাম........