ঝরা পাতাদের হাততালি
পাকাধানের ঘ্রাণ
উড়ন্ত ধূলি, শিশিরের জল :
সব সাদাকালো ফুল,
শুধু একটা মালিকা গেঁথে
আমি হেঁটে গেছি
আলো ছায়া ঘেরা বঙ্কিম পথে ।
প্রকৃতির সৌন্দর্যতা আর
কষ্টের দুফোঁটা ঘাম নিয়ে
ছুটে গেছে পথ অনাবিল বিস্তরতায়....
পথের দুপাশে
ঘাসবিছানায় ঘুমন্ত ঝিঁ ঝিঁ,
ভাঙবে ঘুম সন্ধ্যাপ্রহরে
জ্বলবে প্রদীপ, অলোলিকা ধ্বনি....
শেষ বিকেলে এক পৃথিবী আঁধার
ডানায় ভরে
উড়ে যাবে নবান্নের শঙ্খচিল....