এখনো সব কথা হয়নি শেষ ।
যদি তুমি বলো - কেন ?
আমি নিরব হয়ে যাব
তোমাকেই খুঁজতে হবে তোমার উত্তর ।


বটবৃক্ষের ছায়ে যদি
ক্লান্ত পথিককে জিঞ্জাসা করো -
তুমি ক্লান্ত কেন ?
অথচ তুমি জানো :
তার পিছনে খরতাপে ভরা বহুটা পথ...
তোমার প্রশ্নে বৃক্ষশাখে
ক্লান্ত ঘু ঘু ডেকে উঠবে
তখন তুমি একবার বুকে হাত দিও
বুঝবে ডাক নয়-জীবন্ত হাসি ;
হাসবে ক্লান্ত পথিক,  
কেউ উত্তর দেবে না  
তোমাকেই খুঁজতে হবে তোমার উত্তর ।


তুমি এক আঁচল অশান্ত ভুল কুড়িয়ে
অবুঝ হয়ে ছুটে গেলে
তখন প্রশ্ন ছিল না-কিছু কি তুলেছি ?
এখন যদি বলি-ভুলেছ
সব কথা হয়নি শেষ...
তখন তোমার প্রশ্নে আমি
নিরব হয়ে যাব
তোমাকেই খুঁজতে হবে তোমার উত্তর ।