লন্ঠন জ্বালা আলো ছায়া ঘর :
একটা ছোট্ট পৃথিবী ।
এক কোনে জ্বলন্ত উনুন :
সমাধি হয় কত স্বপ্ন আকাঙ্খার
কালো ছাই, রান্নাও হয় ;
স্মৃতি খুঁড়ে খুঁড়ে
আবছা আলোয় ডুবে থাকি,
অসহ্য যন্ত্রণা আর অনুভবের সুতোয়
গাঁথা হয় পিছুটানের মালিকা,
সব সাদা কালো ফুল....
নিভৃতে জেগে উঠে বিরহের দীর্ঘশ্বাস !
ঘুমিয়ে যায় লন্ঠনের শিখা ;
এক আঁচল অন্ধকার
গ্রোগাসে গিলে খায় পৃথিবীর বুক
তবু উনুন জ্বলে ধোঁয়া হয়,
রক্তিম চোখে জল ভরে আসে ;
সাদা কালো ফুলের মালিকাটা কন্ঠহার করে
করি নামাবার আয়োজন ফুটন্ত রান্নার হাঁড়ি ।