হারিয়ে যেতে বড়ো ভয়
তবুও হারিয়ে যাই
পল্লির সিঁথি চেরা পথে প্রদোষের ক্ষণে
তাল পলাশের বিভীষিকায়,
হারিয়ে যাই সিক্ত ঘাসবিছানায়
ঘুমন্ত ঝিঁ ঝিঁ র ভিড়ে ।
সন্ধ্যাতারার বুকে মুখ লুকিয়ে
অতৃপ্ত স্মৃতির আর্তনাদ অতৃপ্ত কর্ণে কুড়িয়ে
বুকে বাঁধতে বড়োই ভালো লাগে
তাই তো হারিয়ে যাই
প্রদোষের ক্ষণে, সন্ধ্যার আঁচলে ।
পৌষের বাতাসে যখন
কম্পিত প্রদীপের শিখা
এঁকে যায় নবান্নের স্বরলিপি
তখনও হারিয়ে যাই
আধো আলো অন্ধকারে :
স্মৃতিমাখা গানের ভিতর.......


হারিয়ে যেতে বড়ো ভয়
তবুও হারিয়ে যাই নিভৃতে
সৃজনের ভিত কেটে
অট্টালিকা গড়ার দুরন্ত প্রয়াসে ।
প্রত্যাবর্তন হয় বারবার তাই নির্ভয় বুক ।
যেদিন উঠবে না ফেরার গান
পথ ভুলে যাবে ক্লান্ত পথিক
সেদিন পড়ে থাকবে
সাময়িক হারিয়ে যাবার দুটুকরো স্মৃতি:সৃজন স্বপ্ন....