স্বপ্ন বলে-প্রেমের কাছে ফুলের মতো আমি
আমায় বিনা দুটি হৃদয় শূন্য মরুভূমি ।
বাস্তব এসে বলল হেসে-স্বপ্ন রে তুই বোকা
তোকে নিয়েই একটি হৃদয় খায় যে বড়ো ছেঁকা !
থাকবি শুধু বুকের মাঝে অপূর্ণতার সুরে,
যদিও বা পূর্ণ হবি আমার এই অন্তরে ।
স্বপ্ন বলে-বাস্তব ওরে দুটি হৃদয় মাঝে
আমি প্রথম তুলি নিশান সকাল সন্ধ্যা সাঁঝে ।
তারইপরে তোর ছোঁয়াতে পূর্ণ রুপে ভাসি
তোরই বুকে ভাঙা গড়া আমি অবিনাশী ।
বাস্তব বলে-ওরে বন্ধু ঠিকই যে তোর কথা
ঝগড়া করে দুজনাতে পাই রে শুধু ব্যথা ।
স্বপ্ন বলে-তুই ছাড়া যে পূর্ণ না হই আমি
তেমনি আমি ছাড়া যে তুই উষর মরুভূমি ।


-(24/08/2008)-