একাকি নিরবে
বসে আছি নগ্ন চত্বরে
সন্ধ্যা এসেছে সবে,
এখনও কিছু পাখি
পিছুটান নিয়ে ফিরে যায় ;
ফিরে যাই আমি
অনেক পিছনে পায় পায়
মাঘের সন্ধ্যায়
সেদ্ধ ধান আর পুড়ন্ত খড়ের ঘ্রাণে :
অতৃপ্ত স্মৃতিদের আর্তনাদে ।


বহুপথ : ধূলোময়, দুপাশে ঘাসবিছানা
শিশিরস্নাত গিরগিটি
ঘুমন্ত ঝিঁ ঝিঁ, ছোট ছোট ঘাসফুল -
সব পার হয়ে অনেক পিছনে...
দেয়ালার রাত্রিগুলোতে
খেলা করলাম স্বপনে স্বপনে ।


এখন সন্ধ্যা পেরিয়ে
অনেক রাত্রি-সব নিঝঝুম !
আমি ঘুমিয়ে রইলাম স্মৃতির আঁতুরঘরে
অস্তিত্বের ঘুম পর্যন্ত, হয়তো তার পরেও..........