এক আকাশ পার হয়ে নুপূর পা'য়
পশ্চিমের খেয়াঘাটে ক্লান্ত কন্যে করিচীমালী
গোধূলি আশ্লিষ্ট, আধূত.....
নিগূঢ়ে দুর্মর তন্দ্রা বীথির ছায়
সুরম্য রূপ ঢেকে সপ্তক সুরে
উড়িয়ে দিল সন্ধ্যার বলাকা,  
সডানে যার নবান্নের ঘ্রাণ ।
কানীন সন্তানের ন্যায়
ইতিকার অস্পষ্ট শশী
তামসী সাগরে ভাসিয়ে দিল রূপোলি আঁচল......


আমি হেঁটে গেছি গ্রাম্য মাড়ালে
তখনও নামেনি ক্লান্ত কন্যের বিবর্ণ যবনিকা ।
দেখেছি - পথের মাঝে এক ভিক্ষুক
মরুপথে ক্লান্ত করভের ন্যায়,
নীড়হারা বিহগের ডাকে
আশ্লিষ্ট যেন তার আর্তনাদ ।
দেখেছি - তাঁতের খোঁয়ারে পরিশ্রান্ত তাঁতী,
গোধূলির রঙে
আলিঙ্গিত যেন তার রক্তিম দুটি চোখ ।
দেখেছি - ক্ষেতখামারে দিনমজুর আর চাষীর দল,
ঘাস ফুলে ঝরন্ত শিশিরে
বন্ধিত যেন তাদের অবয়ব নিঃসৃত নোনাজল ।


আমি সব দেখে হেঁটে গেছি
আর তাদের স্বপ্নপূর্ণ আশাহত হৃদয়ে
হাত রেখে বলেছি : উদ্বর্তন উদ্বর্তন...........