আসছে ফাগুন লাগছে আগুন তালপলাশের বনে,
রক্ত রাঙা ফুলের ছায়ে হারাব আনমনে ।
রক্ত প্রেমের কাব্য কতো ঝরবে সারাবেলা,
হৃদ মাঝারের স্বপ্নগুলো করবে না আর হেলা ।
সূর্যি ডোবা শেষ বিকেলে বিদায় বন্ধু বলে
টেনে নেব চক্ষু বুজে আমার বক্ষ কোলে ।
ঝরবে ফাগুন রাতের বুকে রঙীন কালি বেয়ে,
বর্ণমালায় বন্দি হবে পথ ভোলা এক মেয়ে ।