ওরে মদন তোর ভুবনে
টাকা শুধুই টাকা,
লক্ষ কোটি জনতাকে
দিলি রে তুই ধোঁকা ।
পরের জন্য করলি খনন
অতলছোঁয়া খাল,
অবশেষে তোর জীবনেই
নামল রে আকাল !
সেই খালেতে তুইই গেলি
ফুটছে পদ্মফুল,
ঢুকছে দেখিস ধীরে ধীরে
মততা মুকুল ।