অস্তিত্বের মায়া আর
দুটুকরো ফেলে আসা স্মৃতিদের কাছে
নিয়েছি খবর : আজ ভালোবাসার দিন-
ভালোবাসা দিবস ।
আজ পথের ধূলোও বলে ওঠে :
ওগো সীমাহীনা নীল নয়না ভালোবাসি তোমায় ।
কুয়াশা ভেজা ঘাসবিছানায় ঘুমন্ত ঝিঁ ঝিঁ
সুনীল স্বপ্নে
বুকে টেনে নেয় ছোট ঘাসফুল ।
উষার রক্তরাগে
তন্দ্রা প্রেমে আচ্ছন্ন ম্লান যবনিকা,
জোছনা নিয়ে চলে গেছে ক্লান্ত শশী,
রক্তিম করিচীমালী
এখন পাহারা দেয় সুরম্য নীলিমা ।
দূরে কোনো অজানা তপোবনে
ছোট্ট পাহাড়ের ঝরনার তলে কিংবা
বাঁকা ধূলিপথের শেষে
নিরব পাকুড়ের ছায়াতলে
বা চার দেওয়ালে বন্দি এক পৃথিবীর মাঝে
উষ্ণ শান্ত আঁচলে মাথা রেখে বলা সব
না বলা জমানো কথা
নিদ্রাহীন রাতের পর রাত
সামুদ্রিক এক অজানা জীবের নিঃসৃত
খোলসের মতো
জমে থাকা অতৃপ্ত হৃদয় সমুদ্রের নিস্তরঙ্গ গভীরতায় ।
হাতে হাত, ঠোঁটে ঠোঁট,
বুকের উষ্ণতার অবাধ পরিবহন......
দিন চলে যায় গোধূলিকে ভালোবেসে,
সব শেষে পড়ে থাকে স্মৃতিদের গান ;
প্রেমিকার শরীরের ভাঁজে ভাঁজে
লুকানো উষ্ণতা নিয়ে ফিরে যায় তৃপ্ত প্রেমিক ।