চাষীর এক ছোট্ট বাড়ি ছোট্ট খামার
বিঘা পাঁচ জমির ধানে চলে সংসার ।
এবারও চাষ ভালো সোনার ফসল
ভরেছে চতুর্দিকে আঙিনার আঁচল ।
আলাদা করেছে সব আগড়া খামারে
ঝাড়া হয়ে গেছে ধান ভর্তি পুঁড়া ঘরে ।
পালুই উঠেছে সোজা এক দুই তলা
আঞ্জিরের ছায়াতলে জ্বলে এক চুলা ।
সে চুলায় সেদ্ব হয় ভেজা সব ধান
ধোঁয়া উঠে সারি সারি উঠে চেনা ঘ্রাণ ।
সেদ্ধ হলে ভর্তি রোদে শুকানোর পর
গরুর গাড়িতে করে সকাল প্রহর -
নিয়ে যায় শহরেতে হয় সব ভানা
নবান্নেতে মুখে দেয় নব অন্ন দানা ।
এই তো চাষীর এক সুখী ক্ষেত বাড়ি
সব কর্মে ছায়াসঙ্গী ধর্মপত্নী নারী ।