নাহ্ তুমি ফিরে যাও - এই বলে ফিরে গেলে
শেষ বিকেলের ক্লান্ত পাখির মতো ।
যেন উপযুক্ত নয় আমার পৃথিবী !
এ পৃথিবী বাঁধতে জানে সুখের অট্টালিকা
মাটি পাথরের গাঁথুনিতে
আর তুমি চাও শহুরে পাকা বাড়ি ।
তাই তো একটি দীর্ঘশ্বাসে
ভেঙে দিলে পৃথিবীর বুক !
এ পৃথিবী বেঁধেছিল তোমায় সহস্র উপমায়
নিথর বর্ণে, অবুঝ তুমি, নজ্ঞর্থক ভেবে
আমায় ছুঁড়ছে মেঘলা আকাশ !
একবারও চিরে দেখো নি উপমার হাড় পাঁজর ।
তাই আজ অন্য পৃথিবীতে গড়েছ নিবাস
স্মৃতি ফেলে বহুদূরে....
নাহ্ তুমি ফিরে যাও - এই বলে ফিরে গেলে ।