শেষ বিকেলে হাত বাড়িয়ে কাঁচা রোদে স্নান,
পথের বাঁকে জড়াই বুকে আম্র ফুলের ঘ্রাণ ।
শেষ গোধূলি বিদায় নিল ফিরল পাখি সব,
সাঁঝের ধোঁয়া জাগালো যে হৃদের অনুভব ।
অনুভবের পৃথিবীতে নষ্ট প্রেমের গান,
হাজার স্মৃতি সুখের হাসি কান্না অভিমান ।
এমনি এক সাঁঝের বেলা বসন্ত হিল্লোল,
এসেছিলে পূর্ণ করে শূন্য হৃদয় কোল ।
হেঁটেছিলে অনেকটা পথ হাতের পরে হাত,
জানি না কোন ভুলে প্রিয়া দিলে গো আঘাত !
চলে গেছো অভিমানী জীবন ছেড়ে দূর,
স্বপ্নে আজও বাজাও তুমি দু পায়ে নুপূর ।
মনে যে হয় এলে বোধহয় ভেঙে যে যায় ঘুম,
জেগে দেখি কেউ কোথা নেই চারিধার নিঝঝুম !
চোখের জলে গভীর রাতে কাব্য ঝরো ঝর,
ভাগ্যে তুমি ভেঙেছিলে অভাগার অন্তর ।
যেথায় থেকো সুখে থেকো এই তো অভিলাষ,
তোমার স্মৃতি নিয়ে আমার স্বপ্ন সহবাস ।