সেই রাত ফুরিয়ে গেছে
যে রাতে অবাধ তাপের প্রবাহ ছিল
পিঞ্জর থেকে পিঞ্জরে,
আবদ্ধ হয়েছিল সমযোজী বন্ধনে
দুটি রক্ত মাংসে ঘেরা হৃদয়, তার অনুভব ।
এখন আমি অন্য রাতে
জোনাই খুঁজে ক্লান্ত বাবুই, অন্ধকার নীড় !


স্মৃতির জলকনায় উদ্দীপ্ত আগুন নিভে যায়
যন্ত্রণার কালো বিষাক্ত ধোঁয়ায়
ঢেকে যায় স্বপ্নের নীলিমা ।
ধোঁয়া ধোঁয়া প্রেমে আবদ্ধ দুটি চোখ-
রক্তিম,
অসহ্য জ্বালা নিয়ে
এক পৃথিবী ঘুম চায় নিয়তির কাছে ।

আজ সেই রাত ফুরিয়ে গেছে
যে রাতে কোমল বুকের ভাঁজের অন্ধকারে
মুখ গুঁজে অন্যভাবে ঘুমিয়ে যাওয়া
রক্তিম চোখে ।
তাই এখন আমি অন্য রাতে
অস্তিত্বহীন নিউক্লিয়াসকে কেন্দ্র করে
স্বপ্ন পরিক্রমায় নিজ কক্ষপথে
এক ঘুরন্ত প্রোটন কিংবা ইলেকট্রন ।