দিবা যায় হেসে খেলে, ইতিকার মেঘ
পশ্চিমা আকাশ মাঝে ভরে যে আবেগ ।
গোধূলির রাঙা মেঘ আগুনের শিখা,
মনে যে হয় বিষ ভরা স্বর্ণগোধিকা ।
লাল-নীল-ধোঁয়া মেঘ ভরে অন্ধকার
জলের মতোই প্রাণ হয় নিরাকার ।