উড়ো মেঘ ভেসে যায়
সুদূরের ঠিকানায় ।
কেউ খোঁজ রাখে নারে
মেঘেদের খেলাঘরে ।।
দিন যায় হেসে খেলে
মন বলে-চলে গেলে ?
চলে গেছে উড়ো মেঘ
গোধূলির রং আবেগ ।।
ফিরে আসে সব পাখি
মন বলে-কোথা রাখি ?
আমায় দেখে না চেয়ে
উড়ে যায় মেঘ বেয়ে ।।
শেষ বিকেলের বেলা
চড়ে যে সাঁঝের ভেলা ।
প্রদীপের শিখা জ্বলে
সাঁঝ পোড়ে সে অনলে ।।
ধরে সন্ধ্যারও জাল
যামিনী ওড়ায় পাল ।
চারিধার নিঝঝুম
দু'চোখেতে নামে ঘুম ।।
কেউ জাগে সারা রাতি
হৃদয়ে স্মৃতির বাতি ।
যন্ত্রণার কলোরব
জেগে থাকে অনুভব ।।
সুখ পাখি যায় বাড়ি
উড়ো মেঘ সারি সারি ।
ব্যর্থ প্রেম নিরাকার
বক্ষ জুড়ে অন্ধকার ।।
সে আঁধার ভাঙে মন
সৃজনেই প্রজনন ।
উড়ো মেঘ জমা হয়
আঁধারেতে এ প্রণয় ।।