স্বপ্ন ডাকে আয় চলে আয় বড্ডো লাগে একা,
অন্ধকারে রই যে পড়ে না পেলে তোর দেখা ।
পূর্ণিমা চাঁদ শাড়ির ভাঁজে রাত্রি গভীর হলে,
জোছনা এঁকে যায় ভুবনে বাংলা মায়ের কোলে ।
এই রজনী মন কামিনী স্বপ্নে আনাগোনা,
তোমায় নিয়ে হৃদ মাঝারে যন্ত্রণা জাল বোনা ।
জোছনা বেলা পাকুড় তলে জোনাই খেলাঘরে,
তোমার স্মৃতি নেভে জ্বলে রাতের দ্বিপ্রহরে ।
অশ্রু নিয়ে চোখের কোনে আজি বিদায় বেলা,
আসি আমি সাঙ্গ হলো রাত দুপুরের খেলা ।