আকাশের চাঁদ বলে নেই আমি ভালো,
প্রকৃতির পরিহাস সব কেড়ে নিলো ।
একাকি যে দিতে হয় বহুপথ পাড়ি,
বৃদ্ধাঙ্গুল উর্ধ্ব করে দেয় সবে আড়ি ।
বুকেতে কলঙ্ক আর দুঃখ ব্যথা নিয়ে-
নালিশ জানাবো আমি কার কাছে গিয়ে?
জীবনের পথে তাই একাকিত্ব সাথী.
হৃদয়ে জ্বালিয়ে রাখি জোছনার বাতি ।
কালো কালো মেঘগুলো করে যায় খেলা,
তাদেরেও কাছে পাই বড়ো অবহেলা ।
কলঙ্ক বেষ্টিত বুক হোক যতো কালো,
ছড়িয়ে যে যাবো তবু জোছনার আলো ।
আলো দিয়ে ভুবনকে যাবো ভালোবেসে,
ক্লান্তি ঘুমে থাকবো দূর দিগন্তে মেশে ।