পথ :
আমি শুধু চারটে পথ দেখেছি
চতুর্দিকে চলে গেছে
বয়ে গেছে বহতা নদীর মতো ;
উৎসস্থলে আমি একাকি নিরব
চরম ভাবনায় মগ্ন এক জীব ।

বৃদ্ধিপ্রাপ্ত হৃদস্পন্দনের গতি
ঘর্মাক্ত দেহ
কম্পিত পা
চক্ষুনেত্রে আগামীর আবশ্যম্ভাবী-
পরিণতি'র প্রতিচ্ছবি
প্রতিটি পথের শেষে ।

হাঁটতেই হবে এক পথে
কিবা দুই পথে
সে পথের ধূলোবালি মেখে
কিবা সব পথ ঘুরে অবশেষে
মুক্তির দরজায় এসে আমি
নিশিফুলের গর্ভকেশর হয়ে যাব ।