তুমি একবার নগ্ন হতে পার ?
আমি অস্তিত্বের ডাগর ডাগর দুটি চোখে
চেয়ে দেখব তোমায়,  
আর লুকোচুরি খেলো না রক্ত মাংস ঘেরা পিঞ্জরে ।


সুরম্য তুমি হেঁটে যাও.......
হৃদস্পন্দনের গতি তার সীমা পরিসীমা
অতিক্রম করে
মুক্তির দরজায় এসে মাথা ঠোকে ;
আমার দীর্ঘশ্বাসে যেন স্বর্ণগোধিকার নীলবিষ !
বাস্তবে জীবন্ত লাশ হয়ে যাও ।


আমার আকাশে তুমি সুরম্য স্বপ্ন
তোমার আকাশে আমার অতৃপ্ত অতীত চন্দ্রিমা ।
আর না, গায়ের কাপড় খুলে দাও
আমার অস্তিত্বের দুটি চোখ শুধু তোমার অপেক্ষায়.......