আমি এক লাশ :
স্থবীর নিরব জীবন্ত ।
আমার মতো তুমি লাশ হয়ে যাও
পরিস্থিতির আঁচলে মুখ গুঁজে,
মিথ্যে বলো না ;
তুমি ঈশ্বর নও
শয়তান হতে পার !


তোমারও নিয়তি আছে আমার মতো
তোমারও চোখের ভিতর আছে অনেক বরফ,
তোমার বরফ কি গলে না ?
তোমারও পিঞ্জরে জমে আছে অনেক অন্ধকার,
সে আঁধারে কি মাথা ঠোকে না অবলা জীবন
মুক্তির দারে ?


মিথ্যে বলো না,


তুমি ঈশ্বর নও
তবে শয়তান হতে পার !
আমার মতোই তুমি নিয়তির ক্রীতদাস,
সহস্র কোটি সৃষ্টির মাঝে তুমিও এক অনিত্য সৃষ্টি ।