প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা'য় দগ্ধ হয়ে
ঝাঁপ দিয়েছি মহাসাগরের নোনা জলে :
কোনো একদিন স্বপ্নে দেখেছিলাম ।


আজ স্বপ্ন নয়,
সমাজের বিষাক্ত লেলিহান শিখা -
এক অস্তিত্বের মেখলা'য় আমি আধপোড়া জীব !
মহাসাগর খুঁজিনি আত্মস্বার্থে ।
চেয়ে দেখি শত শত জীব অগ্নিদগ্ধ !
পরক্ষণেই খুঁজেছি এক মহাসাগর,
ব্যর্থ হয়ে গড়তে চেয়েছি
ডাক দিয়েছি দগ্ধ জীবেদের
নগ্ন পরিস্থিতির মোকাবিলায়-নব উদ্ধর্তনে :
মহাসাগর গড়ো, সমাজকে ভাসিয়ে দাও
সহস্র তরঙ্গমালায়
আর জাগবে না কোনো আগ্নেয়মালা ।


অবশেষে জ্বলবে তারাই
যাদের কাছে জ্বলে ছাই হয় নারীর সম্মান ,
সবশেষে পুড়বে তারাই
যাদের কাছে পোড়ে নিষ্পাপ নীল আশমান ।


আরও একদিন স্বপ্ন দেখব জানি
সেও ছুঁবে অস্তিত্বের অবাধ্য বুক :
মহাসাগর না হোক বইয়েছি উচ্ছল নদী,
সমস্ত বিষাক্ত শিখা মাথা নত করে
শেষ হয়ে যাচ্ছে অবাধ্য নগ্ন প্লাবনে........