রক্তশিমূল ফোটা ভোরে, দ্বিপ্রহরে
চৈতি বাতাসে ভেসে ফেরে
এক মলিন বিবর্ণ পাতার গুঞ্জন :
এই বসন্তের আলোড়ন
উন্মুক্ত মুক্তির দরজায় আমি,
এ আমার অন্ধকার ।
নব সৃষ্টি, আমি ছেড়েছি তোমার স্থান,
বিবর্ণ মাটির চেতনায়
লীন হয়ে যাবো ধীরে ধীরে.......
চাই না এক পৃথিবী কৃতজ্ঞতা ।
সহস্র প্রাণ তোমার সত্ত্বায়,
আগলে রেখো ।


এখন রক্তে ভেজা দিগন্তের দেহ,
চৈতি বাতাস বার্তা নিয়ে ফিরে গেছে
পিছুটান নিয়ে ফিরে গেছে
ঘরছাড়া পাখি ।
আমার রেটিনায় ভাসে শুধু একটি প্রতিচ্ছবি :
ক্ষরন্ত রক্ত সিক্ত দিগন্তের দেহে
লেখা হচ্ছে ঝরন্ত একটি পাতার গান ।