উচ্ছল জোয়ারে ভরা অথই সাগর
তার বুকে এক তরী মোর খেলাঘর ।
আলো আঁধারেতে ভরা আছে দুই গলি
চারিদিকে ছেঁড়া পাতা এক রঙতুলি ।
একলাই কাঁদি হাসি দিন কিবা রাত
অতীতের স্মৃতি মনে দেয় যে আঘাত ।
সে আঘাতে খুঁজি এক চেনা প্রিয়জন
ব্যথা দিয়ে নিঃস্ব যে করেছে জীবন ।
কত লেখা কত গাথা কত আঁকাআকি
মননে চিন্তনে তারে বুকে ধরে রাখি ।
বক্ষ পরে দুঃখ ভরা সাগরের গান
চলে গেছে চেনা প্রেমী ধরে অভিমান ।
খুঁজে যাই খেলাঘরে জীর্ণ হয় বুক
মনে হয় ব্যর্থ এটা প্রেমের অসুখ ।


রচনা : ০৬/০৭/২০১২