নিশ্চুপ সন্ধ্যা
ধূলিপথে হেঁটে আসা ওই নারী বন্ধ্যা ?
সন্তান চাই
'দেখা যাবে' এই ভেবে বাসর সাজাই ।


সহবাসে রাত এলো সাঁজ ফিরে গেলো,
অবশেষে নারী মোর ছায়াবন্দী হলো ।
সৃজন নেশায় রাত গেলো ধীরে ধীরে,
একাকি দাঁড়িয়ে আমি প্রত্যুষের তীরে ।
চলে গেলো সেই নারী সৃষ্টি পূর্ণ হলে.
সন্তান নিথর রয় শুভ্র পত্র কোলে ।