রক্তজবা পাপড়ী মেলেনি তো পুবাকাশে ?
ডাকেনি কোনো পাখি
এখনো অন্ধকার !
পৃথিবী ঘুমিয়ে শান্ত, শান্তির বিছানায় ।
অশান্তি ছুঁলো কার মন ?
মৌনতার প্রাচীর ভেঙে ছুটে আসে
একটা নারীর আর্তনাদ !


এখনো অন্ধকার !
হঠাৎই জাগলো আর এক হাহাকার -
ছুটে যায় মাকু এপার ওপার ।
যন্ত্র খোঁয়ারে জেগেছে তাঁতীর যন্ত্রণা ।


শেষ প্রহরের দুই কান্না -
অবৈধ প্রণয়ের অপবাদ বুকে নিয়ে
সে নারীর আর্তনাদ :
খোঁয়ারে বৃদ্ধ সুখ - বার্ধ্যকের বাঁধভাঙা বন্যা ।
নষ্ট নারীর কান্না :
ক্লান্ত রক্তিম চোখে নিশ্চুপ তাঁতী -
অক্লান্ত মাকুর আনাগোনা ।