হঠাৎ আমার ভেঙেছে ঘুম কোকিল কুহুতানে,
তখন যে ভোর তিন সাড়ে তিন দেখি ঘড়ির পানে ।
দরজা খুলে বাইরে আসি ভোর প্রকৃতির বুকে,
নিঝুম বেলা শেষ প্রহরে ঘুমায় সবই সুখে ।
পশ্চিমে চাঁদ একলা জেগে গাইছে ঘুমের গাথা,
বুকের মাঝে ধরে হাজার নিঃসঙ্গতার ব্যথা ।
জাগলে সবে ঘুমুবে সে ঝরবে সোনা আলো,
রক্ত জবা পুব আকাশে মুছবে আঁধার কালো ।
মিটিমিটি তারার ছোঁয়া আমার অনুভবে ,
সত্যি যেন স্বপ্ন রেখে হৃদয় ছুঁয়ে যাবে ।
ভোরের জোনাই পাকুড় শাখে আলোর মালা গাঁথে,
ভাবনাগুলো যায় হেঁটে যায় মনের খোলা পথে ।
ঘড়ির কাঁটার হাতটি ধরে সময় হেঁটে চলে,
সময় তালে কাটে আঁধার ছোট্ট গ্রামের কোলে ।
রক্ত জবা পাপড়ী মেলে পাখির ডাকাডাকি,
দুর নীলিমার নীলের পরশ হৃদয় ভরে মাখি ।
ভোর রজনী হারায় দূরে আঁধার গেছে টুটে,
সূর্যি পানে তাকিয়ে এক সূর্যমুখী ফোটে ।