অনুরাধা, একদিন দেখেছি -
পথের সমস্ত ক্লান্তি জড়িয়ে
তুমি ঘুমিয়ে ছিলে তারাদের পাশে
এক ঐতিহাসিক ঘুমে ।
ঘাসে ঘাসে ঝরেছিল শিশিরের জল
রাতের নিঝঝুমে, তোমার কাজল ধোয়া জলে
আমি কাজলস্নাত জীব -
প্রগাঢ় অন্ধকার আমাকে জড়িয়ে !


আমি দেখেছি - তুমি ঘুমিয়ে ছিলে
অনন্ত শূন্য মহাকাশের ছায়াপথে,
আলোহীন পথ - বৃক্ষহীন
তাই জোনাকিও গাঁথে না মালা ।
তবুও তোমাকে দেখেছি কোনো একদিন
তোমার স্পর্শের বাইরে চিরচেনা অনুভবগুলো
কিভাবে মহাকাশের পথে মিশে যায় ।


দেখেছি - তুমি ঘুমিয়ে ছিলে
শত শত আলোকবর্ষ দূরে,
ছিল না বাতাসের আলোড়ন
তবুও উড়তে দেখেছি তোমার বুকের আঁচল
ঝরতে দেখেছি কাজল ধোয়া জল ।


পার হয়ে যায় অনেক বসন্ত......
মনে নেই - দিগন্তের দেহে ক্লান্তি রেখে
হয়তো জেগেছিলে  কোনো একদিন
আমার নতুন কোনো জনমে ।