তোমার ব্যথা বুঝতে গিয়ে শূন্য হলো মন,
কে গো তুমি বিষণ বেলায় আমার প্রিয়জন ?
সময় হলে যাবো ওগো থেকো দূরের পার
মেঘবালিকা আমার মনে এখন হাহাকার ।
বৃষ্টি খেয়ার পাল উড়িয়ে দুখের গাথা গাও
দিগন মেঘে যাবার বেলা কান্না দিয়ে যাও ।
তোমার চোখে বৃষ্টি নদী শ্রাবন বেলার গান
কাজল মেঘের লুকোনো সব কান্না অভিমান ।
দিগন্তের ওই শেষ মোহনায় তোমার ছোট্ট ঘর
অথই প্রেমে ভিজবো আমি বেদন বালুচর ।  
তুমি আমার বিষণ বেলার স্বপ্ন প্রিয়জন
মেঘবালিকা তোমায় এখন বড্ডো প্রয়োজন ।